শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভূক্তি বিষয়ক সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ বন্ধে “বাল্যবিবাহ নিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভূক্তি বিষয়ক” সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রামের চিলমারীতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রাণীগঞ্জ, থানাহাট, রমনা ও চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগন উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও আরডিআরএস বাংলাদেশ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাল্যবিবাহ বন্ধে যুবরা ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটি, উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সম্পৃক্তায় তাদের সাথে যৌথ পরিকল্পনা প্রনয়ণ করেন। সভা শেষে রাণীগঞ্জ, থানাহাট, রমনা যুব সংগঠনের সদস্যরা বাল্যবিবাহ বন্ধে প্রকল্প প্রস্তাবনা নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট দাখিল করেন। প্রকল্পটি চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এটির বাস্তবায়ন করছে আরডিআরএস বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

 

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত