চিলমারীতে বন্যার্তদের পুনর্বাসনে আর্থিক
সহায়তা প্রদান করলো রোটারি ক্লাব
চিলমারী প্রতিনিধি ;
চিলমারীতে রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব এর পক্ষ
থেকে বন্যার্ত পরিবারকে পুনর্বাসনে আর্থিক
সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৮সেপ্টেম্বর)
সকাল ১০টায় চিলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল
ডিফেন্স চত্বরে রোটারি ক্লাব রংপুর এর
আয়োজনে ৭৫জন পরিবার প্রতি ৪ হাজার ৫’শ টাকা
করে প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার
শাহ মোঃ শামসুজ্জোহা। অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন, রোটারি ক্লাব অব ঢাকা প্যারাগন এ্যাড ডিস্ট্রিক্ট
সেক্রেটারি রোটারিয়ান কাজী মাহাতাব, রোটারি ক্লাব
রংপুর শাখার প্রেসিডেন্ট ড. মোঃ রেজা-উন-নুর,
রোটারিয়া দেলোয়ার হোসেন লিটন, চৌধুরি মোঃ
সারিন, এবিএম মিজানুর রহমান, মোঃ আব্দুর রব, রেডিও
চিলমারীর স্টেশন ইনচার্জ বশির আহমেদ,ফায়ার
সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চিলমারী স্টেশন
ইনচার্জ গোলাম মোস্তফা, সাপ্তাহিক যুগের খবর
পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, আনন্দ
টিভির কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন প্রমুখ
ছিলেন।