রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে অসহায়, দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টার সময় উপজেলারা থানাহাট ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার মাঠে রোডেম ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় রোডেম ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর মিঃ জোসেয়গ হং এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, রোডেম ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর জুন মিনসু, বিজনেস ম্যানেজার ডেভিড হালদার, প্রকল্প ম্যানেজার বাবলু রিবেরু, চিলমারীর প্রকল্প অফিসার মোঃ আতাউর রহমান, স্থানীয় প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম ও সুলতান মিয়া প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে ৫০জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়।

সম্পর্কিত