শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চিলমারীতে পিঁপড়া ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে শীতের প্রকোপ একটু বেশি। আর শীতকাল দীর্ঘস্থায়ীও হয় এই অঞ্চলে। গত কয়েকদিন ধরেই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। এই শীতে দুস্থ্য ও অসহায় মানুষজন মানবেতর জীবন যাপন করেন।

শীতার্ত এসব মানুষদের একটু উষ্ণতা দিতে পিঁপড়া ফাউন্ডেশন শীতবস্ত্র হিসেবে সাড়ে পাঁচশত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। শনিবার দুপুরে কুড়িগ্রামের চিলমারী সরকারি কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। তীব্র এই শীতে কম্বল পেয়ে খুশি মানুষজন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে চিলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ মামুন অর রশীদ, পিঁপড়া ফাউন্ডেশনের পক্ষে নুর আলম রাকু প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত