কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নৈশ্য প্রহরীকে খুন করে ডাকাতদল।
সোমবার (৬ জানুয়ারী) ভোর রাতে উপজেলার জোরাগাছ নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরনে জানা গেছে, একটি ডাকাতদল বাজারের নজীর হোসেন সাজ স্টোর, ফারুক স্টোর ও লাবু লাইব্রেরি ডাকাতি কালে বাজারের নৈশ্য প্রহরী এরশাদুল হক (৫৮) কে হত্যা করে মালামাল লুটে নিয়ে চলে যায়। সোমবার সকালে নৈশ্য প্রহরী এরশাদুলের লাশ বাজারের মকবুল হোসেনের চায়ের দোকানের বারান্দায় টেবিলের নিচে পাওয়া গেছে।
খবর পেয়ে চিলমারী থানার ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ রিপোর্ট লেকা পর্যন্ত এখনো কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি।