রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

চিলমারীতে জোবায়ের আমিন হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে রংপুর কারমাইকেল কলেজের সম্মান শ্রেণীর ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী জোবায়ের আমিন (২১) হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে একটি বিক্ষোভ মিছিল উপজেলার মন্ডলপাড়া থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ জিয়াউর আমিন জিয়া ও চিলমারী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু।

পরে জোবায়ের আমিনের পিতা মোঃ আব্দুল জলিল আমিন স্বাক্ষরিত একটি স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পেশ করা হয়।

স্মারকলিপি ও মামলার এজাহারে নিহতের পরিবারের দাবি, আসামিদের গ্রেফতার না করে পুলিশ গড়িমসি করছে। এমনকি হত্যার ১৩ দিন অতিক্রম হলেও থানা পুলিশ কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। মানববন্ধনে নিহত জোবায়েরের  বাবা মোঃ আব্দুল জলিল আমিন, নিহতের চাচাতো ভাই জিয়াউর রহমান আমিন তাদের বক্তব্যে এমন অভিযোগ করেন। তারা বলেন হত্যা কারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধন কারীরা ঘণ্টা ব্যাপী সড়ক অবরোধ করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন উপস্থিত হয়ে নিহত জোবায়েরের পরিবার ও এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, প্রশাসনের সাথে আমার কথা হয়েছে তারা দ্রুত আসামী গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন। এসময় তিনি মানববন্ধন করীদের ধৈর্য ধারণ করাসহ বাড়ি ফিরে যেতে বললে সকলে বাড়ি ফিরে যায়।

উল্লেখ্য, গত (১৮ জুলাই) বৃহস্পতিবার রাত ১ দিকে জোবায়ের পানিতে পরে নিখোঁজ হয়। ঘটনার একদিন পর শনিবার দুপুরে নৌ-বন্দরের পন্টুনের দক্ষিণে জোবায়েরের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ময়না তদন্তের রিপোর্ট এখনো পুলিশের হাতে পৌঁছায়নি বলে জানাগেছে।

এব্যাপারে ২১ জুলাই, ২০২৪খ্রিঃ তারিখে চিলমারী মডেল থানায় দু‘জনকে আসামী ও আরো ৬/৭ অজ্ঞাতনামাকে আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৬, জিআর নং- ৫২/২৪ (চিলঃ)। স্মারকলিপিতে বলা হয়, এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ প্রানকৃষ্ণ দেবনাথ বলেন, আসামী গ্রেফতারেরর চেষ্টা অব্যাহত আছে।

সম্পর্কিত