মোঃরুবেল মিয়া,চিলমারী,(কুড়িগ্রাম) প্রতিনিধি ;
কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব শওকত আলী সরকার বীরবালা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর কুদ্দুছ সরকার। ‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ার অংশ নিব” এই প্রতিপাদ্য নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,চিলমারী মডেল থানার ইনচার্জ মোঃআমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইকবাল হোসেন ,বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুর রহিম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফা রন্জু ,সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম।নুরুল আমিন সরকার প্রমূখ ।