রুবেল মিয়া( চিলমারী) প্রতিনিধি :
‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’ এই শ্লোগানকে সামনে রেখে চিলমারীতে জাতীয় কন্যা শিশু দিবসটি উপলক্ষে। মঙ্গলবার (১৫ আক্টোবর ) বিকেল ৩ টায় শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশের বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস বিবিএফজি
প্রকল্পের সহযোগিতায় মেয়ে শিশুদের আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শরীফেরহাট এম ইউ উচ্চ ‘পরিবারের সরেচতনতার মাধ্যমেই বাল্যবিবাহ মুক্ত কুড়িগ্রাম গঠন করা সম্ভব’শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হহয়েছে।
এতে অংশগ্রহণ করে শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয় বনাম পাত্রখাতা রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসা শিক্ষার্থীবৃন্দ। পাত্রখাতা রিয়াজুল জান্নাহ মাদ্রাসাকে পরাজিত করে জয় লাভ করেন শরীফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয় ।
পরে শরীফর হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব আবু তাহের , বিশেষ অতিথি হিসেবে চিলমারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আবুল কাশেম, গোলাম হাবিব মহিলা কলেজের প্রভাশক আঃ রহমান রতন, রিয়াজুল জান্নাত দাখিল সুপার মওলা আব্দুর আজিজ আকন্দ,ইউনিয়ন ফেসিলেট ধনেশ্বরী প্রমুখ ।