হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে কিশামতবানু আলোর দিশারী পাঠাগারের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ ঘটিকায় থানাহাট ইউনিয়নের বালাবাড়ী হাট ফাজিল মাদ্রাসার মাঠে মোঃ আব্দুর রাজ্জাক মিলন চেয়ারম্যান এর সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, সাবেক ছাত্র নেতা, মোঃ রেজাউল করিম খুশু, ইউপি সদস্য মোঃ সাইয়েদুর রহমান, কিশামতবানু আলোর দিশারী পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান হাবিবসহ আর ও অনেকে উপস্থিত ছিলেন।
