মার্চ ৩১, ২০২৩ ১১:২৯ সকাল



চিলমারীতে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত;

২৫/০১/২০২০

সারা দেশের ন্যায় চিলমারীতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। আজ সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলাটির ৪২টি উচ্চ বিদ্যালয় ও ৩০টি মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরুর আগেই শিক্ষার্থী ভোটাররা নিজ বিদ্যালয় মাঠে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়েছে। ভোটাররা একে একে ভোট

কেন্দ্রে ঢুকে ভোট প্রদান করছে। ক্ষুদে ভোটারদের ভোট দেখতে আসা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুল ইসলাম স্বপন বলেন, এতো সুন্দর ভোট প্রদান দেখে খুব ভালো লাগছে। আমাদের বড় ভোটারদের এ থেকে অনেক কিছু শেখার রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ

আমাদেরকে বলেন, স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ৮টি পদের জন্য ১৯ জন্য প্রার্থী

প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে মোট ১০১৬ জন শিক্ষার্থীর মধ্যে ৭৬৩জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বিকেল ৪টায় বিদ্যালয়টির দশম শ্রেণীর শিক্ষার্থী এবং ভোট কেন্দ্রের প্রধান নির্বাচন কমিশনার জিএম ফজলে  রাব্বি আট সদস্য বিশিষ্ট    স্টুডেন্টস কেবিনেটের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে। বিজয়ীরা

হলো, ষষ্ঠ শ্রেণীর মোছাঃ সাদিয়া আক্তার,মোছাঃ ফারজানা আক্তার , সপ্তম শ্রেণীর মোঃ সিয়াম, মোছাঃ সামিয়া, ৮ম শ্রেণীর মোছাঃ রাবেয়া আক্তার, মোছাঃ হাবিবা আক্তার,৯ম শ্রেণীর মোঃ নাইমুল ইসলাম ও এবং দশম শ্রেণীর মোছাঃ সাহানাজ আক্তার । পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচনের সার্বিক ব্যবস্থাপক আব্দুর রউফ নির্বাচিতদের মাঝে ১বছরের জন্য দায়িত্ব বন্টণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী বলেন, স্টুডেন্টস কেবিনেট নির্বাচন স্কুল জীবন থেকে শিক্ষার্থীদের নির্বাচন সর্ম্পকে জ্ঞান লাভসহ সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার বিকাশ ঘটাবে।



Comments are closed.

      আরও নিউজ