মার্চ ২৩, ২০২৩ ১১:০৪ বিকাল



চিলমারীতে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের মেয়ে শিশুদের চুড়ান্ত বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত   

মোঃ রুবেল মিয়া চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

“বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে কুড়িগ্রামর জেলার টেকশই উন্নয়ন সম্ভব” শীর্ষক বিতর্কনপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ ফ্রেরুয়ারি )বিকেলে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ চত্বরে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত

বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্পের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে ফকিরের হাট উচ্চ বিদ্যালয় বনাম শরীফের হাট এম, ইউ উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় ফকিরের হাট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে শরীফেরহাট এম, ইউ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফাতেমা আক্তার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ,এম রায়হান শাহ্। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, উপজেলা সমবায় অফিসার  মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা রাশেদুল ইসলাম,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন, প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল্লাহ আল মামুন উপজেলা সমন্বয়কারী ফারজানা ফৌজিয়া প্রমুখ।



Comments are closed.

      আরও নিউজ