মোঃ রুবেল, মিয়া( চিলমারী) প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে ইয়াপ ফাউন্ডেশনের সহায়তা ও চিলমারী গণ কমিটির বাস্তবায়নে উপজেলার ১৫ জন মুচি সম্প্রদায় পরিবার ও কুলি পরিবারের মাঝে প্য দেওয়া হয়। এতে ছিলো ১০ কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, সয়াবিন তেল ১ লিটার, লবণ আধা কেজি, ডেটল সাবান ১ টি, কাপড় কাচা সাবান ১টি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চিলমারী গণ কমিটির সভাপতি মোঃ নাহিদ হাসান নলেজ, মোঃ জামিউল ইসলাম বিদ্যুত ,মোঃ মাইদুল ইসলাম প্রমূখ। নাহিদ হাসান নলেজ বলেন এই সহায়তা ১ সপ্তাহ পর্যন্ত চালবে।
চিলমারীতে ইয়াপ ফাউন্ডেশনের অার্থিক সহায়তা প্রদান