মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনের আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ নির্বাচনী মতবিনিয় সভা করেছেন। বুধবার দুপুরে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে চিলমারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে এ মতবিনিময় সভা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ, রৌমারী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মিনু,চিলমারী উপজেলা আ. লীগের সহ সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ জামিনুল হক, আইন বিষয়ক সম্পাদক মামুন অর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, থানাহাট ইউনিয়ন সাধারণ সম্পাদক ও থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু, নয়ারহাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চিলমারী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমূখ।
বক্তারা এ্যাডভোকেট বিল্পব হাসান পলাশকে জয়যুক্ত করতে ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
এর আগে বিপ্লব হাসান পলাশ নৌকা যোগে চিলমারী নদী বন্দর ঘাটে পৌছালে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতা কর্মীরা।
