শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চিলমারীতে আওয়ামীলীগে মনোনয়ন প্রত্যাশীর সাংবাদিক সম্মেলন

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনে আওয়ালীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে এডভোকেট সাজেদ হোসেন তাতা সাংবাদিক সম্মেলন করেছেন। শনিবার দুপুরে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে তিনি তার পরিবারকে আওয়ামী পরিবার আখ্যা দিয়ে তার নিজের এবং পিতা সাবেক এমপি সাদাকাত হোসেন ছক্কু মিয়ার আওয়ামী ঘরানার তৎকালীন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, নৌকা মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বেকার সমস্যা ও দরিদ্রতা দুরীকরনের লক্ষে চিলমারীতে শিল্পকারখানা করা আমার জন্য চ্যালেঞ্চ। রিলিফ নয় কর্মের ব্যবস্থা করাসহ চিলমারীতে একটি মেরিন একাডেমী স্থাপন করার কথাও বলেন তিনি। তিনি আরও বলেন,আমরা আওয়ামী পরিবারের সন্তান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে এই আসন থেকে মনোনয়ন দেন তাহলে আমি অবশ্যই জয়লাভ করবো বলে আশাবাদি।

সম্পর্কিত