সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

চার বছরের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দিলেন মা

জয়পুরহাট প্রতিনিধিঃ

আজ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় চার বছরেরে এক শিশু সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন মা। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজলার বাগজানা রেলগেটের পাশে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহার গ্রামের মুনির ইসলামের স্ত্রী সাহানাজ বেগম (২৫) ও তাঁর শিশু সন্তান সিফাত (৪০)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বীন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শান্তাহার রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) অবগত করা হয়েছে। উনারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টার দিকে বাগজানা রেলগেট থেকে দক্ষিণে প্রায় ৩শ গজ দূরে চার বছরের শিশুটিকে নিয়ে তাঁর মা রেললাইনের উপর অপেক্ষা করছিলেন। এরপর সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে শিশুটিকে নিয়ে তাঁর মা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এসময় স্থানীয়রা ছুঁটে আসেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হন।

সম্পর্কিত