জাকির হোসেন সনি,গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন সহিংস ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মোট ১৮২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব, আনসার টহলে ছিল।
কোন জায়গায় কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাটের সহকারী রিটার্নিং অফিসারদের স্বাক্ষরিত তথ্যে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৩৯। এতে ১ লাখ ৪০ হাজার ৩৩ জন ভোট প্রদান করেন।
এতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) গোমস্তাপুর উপজেলায় ৬৬ হাজার ২৯৯,
ভোলাহাট উপজেলায় ১৬ হাজার ১০৪,নাচোল উপজেলায় ৩২ হাজার ৬৫৭ ভোট। মোট ১ লাখ ১৫ হাজার ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মুহঃ জিয়াউর রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস পেয়েছেন মোট ৬৬ হাজার ৪৩৭ ভোট। ভোলাহাট উপজেলায় ৮ হাজার ৩১৮ ভোট, গোমস্তাপুর উপজেলায় ৩৭ হাজার ৩৪৮ ভোট, নাচোল উপজেলায় ১৯ হাজার ২৭৮ ভোট।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীকে মোট ভোট পেয়েছে ৯০৭ ভোট। জাতীয় পার্টি লাঙ্গল প্রতকে মোট ভোট পেয়েছে ১ হাজার ৩০৬ ভোট। বিএনএফ টেলিভিশন মোট ভোট পেয়েছে ৩৩২ ভোট।