শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ করেসপনডেন্ট:চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও এক যুবক আহতসহ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত ওই যুবকের নাম সাইফুল ইসলাম (৩০)। সে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামের হাসেন আলীর
ছেলে । আহত যুবকের নাম রাজু ইসলাম (২৫)। সে একই এলাকার ভোলা মিয়ার ছেলে।

এদিকে, বিজিবির একটি সূত্র জানায়, এ ঘটনা তারা শুনেছেন তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মঙ্গলবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে রোকনপুর বিওপি আন্তজার্তিক সীমান্ত পিলার ২১৯ ও ২২০ আর এর মধ্যবর্তী স্থান দিয়ে কয়েকজন বাংলাদেশি শূন্য রেখা (নোম্যান্স ল্যান্ড) হতে আনুমানিক ৩ কিলোমিটার ভারতের অভ্যন্তরে চকচকিয়া মাঠে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। গুলিবিদ্ধ রাজু অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে রাধানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম জানান, সাইফুলসহ কয়েকজন গরু আনতে ভারতে গিয়েছিল। এসময় বিএসএফ গুলি করায় সাইফুল মারা গেছে। নিহত সাইফুলের মরদেহ ভারতে রয়েছে বলেও জানান তিনি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে একজন নিহত হওয়ার খবর জানতে পেরেছেন। এ ঘটনায় বিজিবি’র সাথে যোগাযোগের চেষ্ট চলছে বলেও জানান তিনি।

এ ঘটনায় ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

সম্পর্কিত