বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে  ৩৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদচাঁ,পাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুরিয়া ইউনয়নের ৪নং ওয়ার্ডের গাজীপুর গ্রামস্থ জনৈক মোঃ দুলাল (৩২), পিতা-মোঃ আনিসুর রহমান এর আমবাগানের ভিতর অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় গমন পূর্বক মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় র‌্যাবের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা মাদক ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

উপরোক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত সমূহ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে

সম্পর্কিত