সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ম ও ২য় কিস্তিতে উপজেলা ভিত্তিক ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১ টার সময় সদর উপজেলার পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ৮০জন ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর

শিক্ষার্থীকে ৩লক্ষ ৪০হাজার টাকার বৃত্তির চেক ও ৭জন শিক্ষার্থীর মাঝে ৭টি বাইসাইকেল বিতরণ করা হয়।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম বাবুল, স্থানীয় সরকারের উপ পরিচালক দেবেন্দ্রনাথ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল ওহাব এর সঞ্চালনায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ২০ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১০জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।

সম্পর্কিত