বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছে।

বুধবার ১১ টায় শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির সুচনা করেছে।
পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্লাবের হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মিলিত হয়।
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।
জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেলের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নিয়ামুল হক, পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহিন আক্তার, সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম সোহাগ,শিবগন্জ্ঞ উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সোহেল রানা বাবুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সম্পর্কিত