সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ(চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি)ঃবিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়।

রবিবার (১৭ মার্চ)দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করছে সকাল ৯ টায় জেলা প্রশাসক এর কার্য্যালয়ের সামনে থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুজিব চত্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিব মঞ্চে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম,পিপিএম), জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা. রুহুল আমিন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ ওরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা. আফাজ উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজ এর অধ্যক্ষ ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা ।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

সম্পর্কিত