শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্বরুপনগরে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সোমবার সকাল ১০ টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য কর্মকর্তা মোসাং আছিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন জামাল,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া। তথ্য সেবা সহকারী কর্মকর্তা মাহমুদা আফরোজ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য সেবা কর্মকর্তা জোবেদা সিদ্দিকা,সুবিধাভোগী, মোসাঃ লতিফা বেগম,আদরী বেগম,শিউলি বেগম সহ ৫০ জন মহিলা উপস্থিত ছিলেন। তথ্য কর্মকর্তা জানান তারা শিক্ষা, স্বাস্থ্য, আইন,ব্যবসা,কৃষি, জেন্ডার ও ব্যবসা বিষয় সকল ধরনের পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি এ্যাডঃইয়াসমিন সুলতানা রুমা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ২ য় পর্যায় শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত