মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হাতে হেরোইনসহ ৩ জন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর উত্তর কাইয়াপাড়ার মৃত ইমরান আলীর ছেলে খাইরুল ইসলাম (৩৫), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে দুলাল হোসেন (৩৬) ও শাজাহানপুর পূর্বপাড়ার একরামুল হকের ছেলে জুলফিকার আলী ভুট্টু (৪৬)।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, গোপন সংবাদ এর ভিত্তিতে ৩০ মার্চ শনিবার দুপুর ২ টার দিকে নরেন্দ্রপুর গ্রাম থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দুলাল ও খাইরুলকে গ্রেপ্তার করা হয়।

একই দিন দুপুর আড়াইটার দিকে আরেক আসামি ভুট্টুকে শাজাহানপুর পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বিপিএম-পিপিএম এর নির্দেশনায় ও ডিবি ওসি মো. শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. মাহাফুজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।

এ ঘটনায় সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

সম্পর্কিত