সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সোমবার সকাল সাড়ে দশটার সময় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন ভোলাহাটের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান গরীবুল্লাহ দবির ও ভোলাহাট অফিসার ইনচার্জ সুমন কুমার।

ইসলামি ফাউন্ডেশন ভোলাহাটের উপজেলা সুপারভাইজার শাহাদাত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আলোচনা সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য দেন উপস্থিত বক্তারা। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে সোচ্চার হয়ে কাজ করতে অনুরোধ করেন তারা।

সম্পর্কিত