সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

ভোলাহাটে প্রাণী সম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’র (এলডিডিপি) সহযোগিতায় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) মীর আল মুনসুর সোয়াইবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন,

উপজেলা প্রাণী সম্পদ অফিসার আশিস কুমার দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ তৈয়মুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রাণী সম্পদ প্রদর্শনীতে বিভিন্ন জাতের দেশি-বিদেশি প্রাণী প্রদর্শিত হয়। প্রদর্শনীতে মোট ২২ টি স্টল বরাদ্দ দেওয়া হয়।

সম্পর্কিত