শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণহত্যা দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলেও ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়াজনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় ২৫মার্চের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ বেলাল হোসেন, মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান সরকার, সাংবাদিক এমএকে.জিলানী, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার। সভায় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন নাচোল থানাপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে এমরান আলীকে পাকবাহিনী নিজ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। এমরান আলীর লাশ তার স্বজনরা পায়নি। উল্লেখ্য, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরিত লাল মোহাম্মদের নামে ততকালীন মহকমা প্রশাসকের মাধ্যমে দুই হাজার টাকার চেক প্রদান করেন। স্বাধীনতার ৫৩ বছর পার হতে চলেছে,কিন্তু ওই পরিবারকে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় বা সরকরের পক্ষ থেকে শহীদ পরিবারের মর্যাদার আশায় এমরান আলীর বিধাব স্ত্রী আলহাজ¦ গিনি বেগম ও তার সন্তান আহসান হাবিব তার বক্তব্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারের নিকট দাবী পেশ করেন।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত