শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের চকআলমপুর থেকে ৬১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃআটককৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করছে এবং মাদক সেবীরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে আসর বসিয়ে মাদক সেবন করছে। র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে অবস্থান নিলে মাদক সরবরাহের সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীর নিকট হতে ৬১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

২৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ২১:৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চক আলমপুর পাঠান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ক্রয় বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ মুকুল হোসেন (৫৪), পিতা-মৃত আলকাস, মাতা-মৃত রোজলী, সাং-পারকেজিপুর, থানা-শিবগঞ্জ, ২। মোঃ আব্দুল আলীম (৩০), পিতা-মৃত ইউসুফ আলী, মাতা-মৃত নাজমা, সাং-মহারাজপুর (মিয়াপাড়া), ৩। মোঃ আঃ ছাত্তার (২৫), পিতা-মৃত জিএম খান, মাতা-মাহাজনী, সাং-চক আলমপুর পাঠানপাড়া, উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, সর্ব জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে ৬১ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি সহ র‌্যাব কর্তৃক হাতেনাতে গ্রেফতার হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত