মার্চ ২৩, ২০২৩ ১১:১২ বিকাল



চাঁদ দেখতে সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপন করা হচ্ছে মক্কায়

রমযান-শাওয়ালসহ হিজরি মাসের চাঁদ দেখতে শিগগিরই উন্নত প্রযুক্তি চালু করতে যাচ্ছে সৌদি আরব। সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপনের মাধ্যমে চাঁদ দেখার প্রক্রিয়াকে আরও সহজ করবে তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সুপারভাইজার অব চেয়ার ইয়াসিন মালিকি শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আগামী রমযান থেকে মক্কার নতুন ‘ক্লক টাওয়ার’ পর্যবেক্ষণাগার হিসেবে ব্যবহৃত হবে।

টাওয়ারটিতে সর্বাধুনিক টেলিস্কোপ স্থাপন করা হবে। এর মাধ্যমে সহজেই চাঁদ দেখা যাবে। তিনি বলেন, মুসলিম বিশ্বের প্রথম পর্যবেক্ষণাগার হিসেবে এটি মহাকাশ গবেষণা সংস্থাগুলোকে সহযোগিতা করবে।



Leave a Reply

      আরও নিউজ