রবিবার, ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ADVERTISEMENT

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন

নিউজ ডেস্কঃ

দক্ষিণ এশিয়ার বৃহত্তম পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার কিছু আগে তিনি সেখানে পৌঁছান।

প্রধানমন্ত্রী কারখানার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং ফটো সেশনে অংশ নেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধনের পর শেখ হাসিনা সার কারখানার স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন। তার আগে শিশুর প্রধানমন্ত্রীকে সুন্দর ডিসপ্লে দিয়ে স্বাগত জানানো হয়।

সম্পর্কিত