রাফসান বাগেরহাট প্রতিনিধি।।
গত ৯-১১-২০১৯ তারিখ দিবাগত রাতে ১২ টার সময়
এক মায়ের কোল জুড়ে আসলো বুলবুলি।
০৯/১১/২০১৯ রাত ১২টা সময় ঘুর্নিঝড়ের সময় । আশ্রয় কেন্দ্রে এ,টি,সি, মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করেন। তার নাম রাখা হয়েছে বুলবুলি। ৪নং মিঠাখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মো আবুল হোসেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে রাত ১২ টার সময় এ,টি,সি মিঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত হন। বর্তমানে মা ও মেয়ে দুইজনে সুস্থ আছে বলে জানান এলাকাবাসি।