মার্চ ২৪, ২০২৩ ১২:২২ সকাল



ঘর নেই, শিক্ষার্থী নেই, পরীক্ষার ফল নেই, তবুও এমপিওভুক্ত!

নিউজ ডেস্কঃ পঞ্চগড় জে’লার আটোয়ারী উপজে’লার স’ন্দেশ দিঘী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নেই বসার মতো কোনো জায়গা, কাম্য শিক্ষার্থী ও পরীক্ষার ফল কোনোটাই নেই তবুও এমপিওভুক্ত হয়েছে।এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী পাবলিক পরীক্ষায় শিক্ষার্থী প্রয়োজন ৪০ জন এবং পাসের হার প্রয়োজন ৭০ শতাংশ কিন্তু এই স্কুলে শিক্ষার্থী শেষ ৩ বছরে ২০১৬ তে ২ জন, ২০১৭ তে ৫ জন এবং ২০১৮ তে ১৩ জন। তবুও কী’ভাবে এমপিওভুক্তি সম্ভব এটাই এখন পঞ্চগড়ে সবার মুখে। পাসের হারও গড়ে ৩৬ শতাংশ।যেখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মান ও শিক্ষার্থী ভালো থাকার পরেও এমপিও পায় না সেখানে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে সরকারের লোকসান ছাড়া লাভ নেই বলে মনে করছেন সর্বসাধারণ।এ বিষয়ে পঞ্চগড় জে’লা শিক্ষা অফিসার বলেন, এমপিওভুক্তিতে তাদের কোনো হাত নেই। এটা মন্ত্রী ও সচিবদের বিষয়। সুত্রঃদৈনিক শিক্ষা



Comments are closed.

      আরও নিউজ