শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঘন কুয়াশায় দীর্ঘ ৬ ঘন্টা বন্ধ থাকার পর দৌলোদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী ঃপাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ছয় ঘণ্টা বন্ধ থাকার পরে বুধবার (২৪ জানুয়ারী) সকাল ১০টায় ফেরি ও লঞ্চসহ সকল ইঞ্জিনচালিত নৌযান চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ৪টা থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের এজিএম আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কমতে থাকায় সকাল ১০টায় নৌযান চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে।

পাটুরিয়া ঘাট এলাকায় ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা আবুল হোসেন নামের এক যাত্রী জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পাটুরিয়া ঘাটে আসি। ঘন কুয়াশায় ফেরি ও লঞ্চসহ সকাল নৌযান চলাচল বন্ধ থাকায় সকাল ১০ টায় নদী পার হতে পারিনি। এখানে এই তীব্র শীতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

দীর্ঘ ৬ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়ায় কিছু যানজটের সৃষ্টি হয়েছে। খুব তাড়াতাড়িই এই যানযট শেষ হবে বলে ধারনা করা হচ্ছে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত