জুন ২, ২০২৩ ৩:০৯ বিকাল



গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ

মাহফুজ আহমেদ,নওগাঁ জেলা রোভার প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে নভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার ও শনিবার দুপুর বারোটায় ইউনিয়নের সব মসজিদে জীবাণুনাশক স্প্রে করা হয় এবং মসজিদে আসা মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এরপর বিকালে ইউনিয়নের খলসী, মির্জাপুর, বারাতৈল, ঢেকড়া ও কোমারপুর গ্রামের নিম্ন আয়ের খেটে খাওয়া হতদরিদ্র পাঁচ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি নওগাঁ সরকারি কলেজের সহকারী অধ্যাপক জনাব মো. নাসিম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবু তাহির। উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক নজরুল ইসলাম, উপদেষ্টা মাহবুব অর রশিদ, আব্দুস সোবহান, হাসমত আলী, মজিদুল ইসলাম প্রমুখ



Comments are closed.

      আরও নিউজ