শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের উদ্যোগে অবমুক্ত হলো শিয়াল

শাহিনুল ইসলাম লিটন: গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক আজ দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাতীবান্ধা এলাকা থেকে উদ্ধারকৃত শিয়ালটি বন অফিস সংলগ্ন জঙ্গলে মুক্ত করা হয়।
এ সময় সামাজিক বনায়ন কুড়িগ্রামের সহকারী বন সংরক্ষক রাশিদ আরিফ, পরিবেশন দপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সাঈদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা এম রশিদ আলী বলেন, শিয়ালটি মানুষের চোখে পড়ায় আক্রমনের শিকার হয় কিন্তু গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক মুন্না আমাকে ঐ সময় ফোনে বললে আমি সেখানে উপস্থিত হই এবং বন্যপ্রানী অপরাধ দমন ইউনিট এবং কুড়িগ্রাম বন অফিসকে অবহিত করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়।
পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, পরিবেশের জন্য অবশ্যই শিয়াল এর ভূমিকা অপরিসীম।
সহকারী বন সংরক্ষক রাশিদ আরিফ বলেন, গ্রীন ভিলেজ ইয়ুথ ফাউন্ডেশন নিঃসন্দেহে কুড়িগ্রাম সহ দেশব্যাপী পরিবেশ, জলবায়ু ও বন্যপ্রানী নিয়ে নিয়মিত কার্যক্রম করে আসছে, আজও প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালটি আমাদের অফিস সংলগ্ন জঙ্গলে মুক্ত করার ব্যবস্থা করে।

সম্পর্কিত