নিজস্ব প্রতিবেদকঃআত্মবিশ্বাসে আত্নরক্ষা শ্লোগানকে সামনে রেখে বহ্নিশিখা, গ্রীন ভয়েস – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হলো।
বহ্নিশিখা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুরাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান তুহিন, গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা সমন্বয়ক আলমগীর কবির, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, গ্রীন ভয়েসের সহ-সমন্বয়ক আরিফুর রহমান, বাপা রংপুর জেলার সদস্য সচিব রাশেদুস সুলতান বাবলু, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোজাহেদুর ইসলাম ইমন, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য স্বপন মাহমুদ, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মতিয়ার রহমান সম্রাট, গ্রীন ভয়েস কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহিম, গ্রীন ভয়েস দিনাজপুর সরকারি কলেজের সাবেক সভাপতি ফারহানা রহমান, গ্রীন ভয়েস-বেরোবি শাখার সভাপতি শাওন মিয়া এবং গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অন্তর ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন রুবাইয়া কাউছার ।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী বহ্নিরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা নিজেদেরকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পেরেছি । পাশাপাশি আত্মরক্ষা কৌশল শিখে যেকোন খারাপ পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করতে পারবো ।