মার্চ ২৩, ২০২৩ ২:২৭ বিকাল



গ্রীনল্যান্ড ফুলবাড়ী সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচী

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় “বৃক্ষরোপন আমাদের স্বপ্ন” এই শ্লোগানে গ্রীনল্যান্ড ফুলবাড়ী নামের একটি সামাজিক সংগঠন আজ উত্তর ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শতাধিক বৃক্ষ বিতরণ ও রোপন করে। উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উক্ত সংঠনের উপদেষ্টা জনাব মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ সাইফুর রহমান সরকারি কলেজ, ফুলবাড়ী, কুড়িগ্রাম, মোঃ আসাদুজ্জামান, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান (দুলু), সহকারী শিক্ষক আঃ করিম, সহকারী শিক্ষিকা আফরোজা খানম, গ্রীন ল্যান্ড ফুলবাড়ীর সভাপতি মাহমুদুল হাসান মামুন ও সংগঠনের অন্যান্য সদস্যগণ। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ ছোট্ট শিশু শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব নিয়ে উৎসাহিত করেন। এই সংগঠনটি ২০১৮ সালের ৮ আগষ্ট প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে আসছে। সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান মামুন জানান , আমরা বৃক্ষরোপন সহ আরও অন্যান্য কর্মসূচী পালন করেছি এবং আগামীতে আরও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সহ খালি ও পরিত্যাক্ত স্থানে  বৃক্ষরোপন করার স্বপ্ন দেখি।



Comments are closed.

      আরও নিউজ