মোঃ নোমান হোসেন:রক্তের প্রয়োজন হয় জিবন বাচাঁনোর তরে,রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে, এই স্লোগানকে ধারনাটা করে ২০১৯ সালে ভোলা জেলার লালমোহনে উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন থেকে মোঃ আসিফেরর হাত ধরে প্রতিষ্টিত হয় গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন।
সারাদেশে মানবিক কাজে অনেক অবদান রাখে দীর্ঘ দিন।
গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন কাজকে আরো গতিশীল করতে সংগঠনের পরিচালোনা পরিষদ গঠন করা হয়।
পরিচালক গঠন হলেন,মোঃ আসিফ,মোঃ জসিম খান,মোঃ শামীম মাল,মোঃ শমের আলী ও তাসলিমা আক্তার পারভিন কে পরিচালক নির্বাচন করা হয়ছে।
উক্ত পরিচালক গন গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন এর মানবিক কাজকে আরো এগিয়ে নিবে ইনশাআল্লাহ।
গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক আসিফ বলেনগ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক পরিবার, এই সংগঠন সকল পরিচালক ও সংগঠনের সকলকে নিয়ে মানবিক কাজকে এগিয়ে নিতে সর্বদা চেষ্টা করে যাবে ইনশায়াল্লাহ।