বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়ালের তালা কেটে গরু চুরি,আতঙ্কে খামারিরা

মো:মেহেদী হাসান,আত্রাই উপজেলা প্রতিনিধিঃ ওগার আত্রাই উপজেলাে খালপাড়া গ্রামে গোয়ালঘরের তালা কেটে একটি বাড়ি থেকে ২টি গরু চুরি হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

সোমবার(১৩ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ৫ নং বিশা ইউনিয়নের খালপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।এর আগেও একই এলাকায় মোহন ঘোস গ্রামে এমন চুরির ঘটনা ঘটেছিল।এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় খামারী ও কৃষকরাও।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়,গরু দুটির গলায় ছিকল পড়িয়ে তালা দেওয়া থাকলেও তালা কেটে চুরি করে গরু দুটি।গরু মালিক তারেক জানায়,আমি রাত ১২:৩০ মিনিট নাগাদ গরু দেখভাল করে ঘুমাতে যাই।সকালে আমার মা এসে দেখে গরু দুটি নেই।

অন্য খামারি মো:জানা আলী জানায়,এ নিয়ে বেশ কয়েকবার এ রকম চুরির ঘটনা ঘটে।এরম চলতে থাকলে খামার চালানো সম্ভব না।পরে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

এবিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো:লুৎফর রহমান বলেন,চুরি প্রতিরোধে পুলিমের অভিযান অব্যাহত রয়েছে,পরবর্তীতে যেন এরকম চুরির ঘটনা না ঘটে।তার জন্য জরুরি ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত