মো:মেহেদী হাসান,আত্রাই উপজেলা প্রতিনিধিঃ নওগার আত্রাই উপজেলাে খালপাড়া গ্রামে গোয়ালঘরের তালা কেটে একটি বাড়ি থেকে ২টি গরু চুরি হয়েছে। যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
সোমবার(১৩ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ৫ নং বিশা ইউনিয়নের খালপাড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।এর আগেও একই এলাকায় মোহন ঘোস গ্রামে এমন চুরির ঘটনা ঘটেছিল।এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় খামারী ও কৃষকরাও।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়,গরু দুটির গলায় ছিকল পড়িয়ে তালা দেওয়া থাকলেও তালা কেটে চুরি করে গরু দুটি।গরু মালিক তারেক জানায়,আমি রাত ১২:৩০ মিনিট নাগাদ গরু দেখভাল করে ঘুমাতে যাই।সকালে আমার মা এসে দেখে গরু দুটি নেই।
অন্য খামারি মো:জানা আলী জানায়,এ নিয়ে বেশ কয়েকবার এ রকম চুরির ঘটনা ঘটে।এরম চলতে থাকলে খামার চালানো সম্ভব না।পরে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
এবিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো:লুৎফর রহমান বলেন,চুরি প্রতিরোধে পুলিমের অভিযান অব্যাহত রয়েছে,পরবর্তীতে যেন এরকম চুরির ঘটনা না ঘটে।তার জন্য জরুরি ব্যবস্থা গ্রহন করা হবে।