জাকির হোসেন সনি,গোমস্তাপুরপ্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাইদুল(২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় মোটরসাইকেলের অন্য ২ জন আরোহী আহত হয়েছে। রোববার ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে রহনপুর -আড্ডা আঞ্চলিক মহাসড়কের তেঁতুলতলায়( ফায়ার সার্ভিসের সামনে) এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের ওই স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তাৎক্ষণিক রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৩ জনকে গোমস্তাপুর (রহনপুর)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাইদুলকে মৃত ঘোষণা করে।নিহত মাইদুল উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের আজিজুল হকের ছেলে।এ ঘটনায় আহত ২ জনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে ও অপরজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম জানান।এদিকে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, সড়ক দূর্ঘটনায় নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।