শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গোমস্তাপুরে বই উৎসব পালিত

জাকির হোসেন সনি,গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব। সারা দেশের ন্যায় ১ জানুয়ারি (সোমবার) বেলা ১১ টায় উপজেলার প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে রঙিন মলাটের নতুন বই তুলে দেয়া হয়। রহনপুর গাজি শিশু শিক্ষা নিকেতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম আনন্যা। অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমিতা খাতুন, দাতা সদস্য আব্দুল গনি। অন্যদিকে একই সময় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা উচ্চ বিদ্যালয় ও দেওপুরা প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ।

নতুন বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতোয়ারা ছিল শিক্ষার্থীরা। এ বছর গোমস্তাপুর উপজেলার ১১৯ টি প্রাথমিক বিদ্যালয়, ৩৫ টি কেজি ও কিন্টারগার্ডেন, ৩১ টি ব্রাক কর্মসূচির স্কুলে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার ৩৫০ সেট, মাধ্যমিক বিদ্যালয় প্রায় ১ লক্ষ ৪৫ হাজার ৩০ সেট, মাদ্রাসায় প্রায় ৫৪ হাজার ৯৭৫ সেট ও ইবতেদায়ী শাখায় প্রায় ২৯ হাজার ৭৫০ সেট নতুন বই বিতরণ করা হয়। উপজেলা প্রতিটি বিদ্যালয় উৎসব ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত