সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোমস্তাপুরে পুলিশের পোশাকে মুরগী ব্যবসায়ীর নিকট থেকে টাকা ছিনতাই

জাকির হোসেন সনি,গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পোশাকে এক মুরগী ব্যবসায়ির নিকট থেকে ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে রহনপুর -গোমস্তাপুর আঞ্চলিক সড়কের শিমুলতলায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মুরগী ব্যবসায়ী নাচোল উপজেলার ধানসুরা গ্রামের আঃ রশীদের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম ( ৩০) জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ওই সড়ক দিয়ে অটোভ্যান যোগে মুরগী আনতে গোমস্তাপুর যাওয়ার সময় শিমুলতলায় পুলিশ পরিচয় দিয়ে ৪ জন তার গতিরোধ করে। এ সময় তার কাছে জাল টাকা আছে বলে তারা তার কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে দূর্বৃত্তরা তাকে থানায় যোগাযোগ করতে বলে। সে জানায়, ওই ৪ জনের মধ্যে ২ জনকে পুলিশের পোশাকে ও দুইজনে সাধারণ পোশাকে দেখতে পায়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ভুক্তভোগীর কোন অভিযোগ আমরা এখনো পায়নি। তবে ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

সম্পর্কিত