জাকির হোসেন সনি,গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পোশাকে এক মুরগী ব্যবসায়ির নিকট থেকে ২৫ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে রহনপুর -গোমস্তাপুর আঞ্চলিক সড়কের শিমুলতলায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার মুরগী ব্যবসায়ী নাচোল উপজেলার ধানসুরা গ্রামের আঃ রশীদের ছেলে মোঃ ওবাইদুল ইসলাম ( ৩০) জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে ওই সড়ক দিয়ে অটোভ্যান যোগে মুরগী আনতে গোমস্তাপুর যাওয়ার সময় শিমুলতলায় পুলিশ পরিচয় দিয়ে ৪ জন তার গতিরোধ করে। এ সময় তার কাছে জাল টাকা আছে বলে তারা তার কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে দূর্বৃত্তরা তাকে থানায় যোগাযোগ করতে বলে। সে জানায়, ওই ৪ জনের মধ্যে ২ জনকে পুলিশের পোশাকে ও দুইজনে সাধারণ পোশাকে দেখতে পায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ভুক্তভোগীর কোন অভিযোগ আমরা এখনো পায়নি। তবে ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।