স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সর্বপ্রথম স্বেচ্ছায় রক্তদান সংগঠন মানবসেবা কল্যান সমবায় ও রক্তদান সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলন মেলা ও রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদের সমন্বয়ক কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক শেখ সুমন, প্রভাষক গৌতম কুমার, রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সোয়াইব হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং শেষে বিভিন্ন জেলা থেকে আগত রক্তদাতাদের ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।