মার্চ ২৫, ২০২৩ ১১:৩৯ বিকাল



গোবিন্দগঞ্জে দোকানের বাকী টাকা চাওয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানের বাকী টাকা চাওয়ায় দোকান ভাংচুর ও মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
থানার অভিযোগ ও প্রত্যক্ষসুত্রে জানাগেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া এলাকার একাব্বর আলীর ছেলে ধলু শেখ ৪২, বোয়ালিয়া বাঁশহাটিতে মুদির দোকান দিয়া পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসতেছে। মুদির দোকানের সুবাদে পৌরসভার জঙ্গলমারা এলাকার মৃত-জামাল উদ্দিনের ছেলে ড্রাইভার আমিনুল ইসলাম সহযোগি একই উপজেলার বালুয়া বাজারের ড্রাইভার মমিরুল ইসলাম ২৬, ও বগুড়ার চেলোপাড়ার ড্রাইভার জাকির হোসেন ৫৫, ওই মুদির দোকানে খরচ করতে থাকে। একপর্যায়ে আমিনুল ইসলাম ৯শ’ মমিরুল ইসলাম ১শ’ ৫০ টাকা ও জাকির হোসেন ১ হাজার ৮শ’ ৫০ টাকা বাকী খরচ করে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় বাকী টাকা চাইতে গেলে তারা মুদির দোকানদারকে দিবে বলে তালবাহনা করতে থাকে। গত ১৫ ফেব্রুয়ারী বিকেল ৫ টার দিকে দোকানদার ধলু মিয়া তার দোকানের সামনে গাড়ী সহ তাদের দেখতে পেয়ে বাকী টাকা পরিশোধ করতে বলে। উল্লেখিত ব্যাক্তিরা টাকা পরিশোধ করবে না মর্মে দোকান মালিক ধলুর সাথে বিবাদে লিপ্ত হইয়া দলবদ্ধ ভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তারা দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এতে দোকান মালিক ধলু মিয়া গুরুত্বর আহত হয়। এ ঘটনায় উল্লেখিত আমিনুল সহ ৪ জনের নাম উল্লেখ করে ধলু মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।



Comments are closed.

      আরও নিউজ