শাকিল আহম্মেদ (বগুড়া)প্রতিনিধি :
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে শহীদ জিয়াউর রহমান পাঠাগার এর উদ্যোগে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী পৌর বিএনপি’র সাবেক সভাপতি ডাঃ ছাবেদ আলী সরকার, বর্তমান সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সাহিদুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক হামিদুল হক শিলু, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ নুরুজ্জামান সজল। পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।