রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

গাইবান্ধা বাসের ধাক্কায় নিহত ১

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধায় বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশু সাদুল্লাপুর উপজেলার তরফপাহাড়ী গ্রামের সুজন মিয়ার ছেলে।

আজ দুপুর দেড়টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন গাইবান্ধা থেকে একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিলেন, বাসটি ঠুটিয়াপুকুর নামকে স্থানে একটি যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে পড়ে যায়, এ সময় ভ্যানে থাকা সাজ্জাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হয় এবং ভ্যানের অপর চার যাত্রী গরুত্বর আহত হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, বাসটি আটক করা হয়েছে,নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত