রিপন মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কালির বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত শাপলা কিন্ডারগার্টেন স্কুলের ২০১১ ব্যাচের ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত।
এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ২০১১ ব্যাচ।
সোমবার (১৩ জুন) স্কুল প্রাঙ্গনে আয়োজিত ২০১১ ব্যাচ এর পূর্ণমিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাম হোসেন কুদ্দুস (সভাপতি,শাপলা কিন্ডারগার্টেন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আবু রায়হান দোলন,ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী,ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোআরা বেগম (মেরি),ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা,প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান (মোস্তফা),আশরাফুল ইসলাম,আব্দুল সালাম রাজু, এবং বিদ্যালয়রে সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এ ছাড়াও ২০১১ ব্যাচের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০১১ ব্যাচের সকল ছাত্র-ছাত্রী সহ বিপুল সংখ্যক মানুষ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানটি আনন্দের সাথে উপভোগ করেন এবং জমকালো আতশবাজি ফোটানো মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তা দিয়ে সহযোগিতা করেন ফুলছড়ি থানা পুলিশ।
অনুষ্ঠানে বাংলার নিজেস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। একটি সফল অনুষ্ঠান আয়োজনের জন্য অতিথি বৃন্দ ২০১১ ব্যাচ কে ধন্যবাদ জানান।