গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভাজনের খামার গ্রামে প্রতিবেশী ১ লম্পট কর্তৃক একটি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
গত ২৪ সেপ্টেম্বর দুপুরে মোঃ ওমর আলীর ছেলে মোঃ রাজা মিয়া (৪৫) একই পাড়ার মোঃ বেলাল হোসেনের প্রতিবন্ধী ১৩ বছর বয়সী শিশুকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এর সুপারি বাগানে নিয়ে গিয়ে শিশুটির মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। প্রতিবন্ধী শিশুর চিৎকারে এলাকাবাসী ও তার মা এগিয়ে গেলে সুকৌশলে ধর্ষক পালিয়ে যায়।
পরে শিশুটির মা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে ।
এ বিষয়ে ঐ প্রতিবন্ধী শিশুটির মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে বলে থানা পুলিশ সুত্রে জানা যায়।