রিপন ইসলাম,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধায় টাকার বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রির দায়ে ছয় জনকে আটক করেছে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এ সময় ছয়টি কম্পিউটার জব্দ করা হয়। আজ ১ নভেম্বর শুক্রবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. মুন্না বিশ্বাস। তিনি আরো জানান, টাকার বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রি করে এমন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সার্কুলার রোডে কয়েকটি কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। এ সময় ছয়টি কম্পিউটারে পর্নোগ্রাফি পাওয়া যায়। পরে কম্পিউটারসহ ওই ছয় দোকান মালিককে আটক করা হয়। তারা দীর্ঘদিন থেকে কম্পিউটারে গান ও সিনেমা বিক্রির অন্তরালে পর্নোগ্রাফি বিক্রি করে আসছিল।
আটককৃতরা হলো-গাইবান্ধা সদরের পৌর এলাকার মহুরী পাড়ার হরিনরনের ছেলে প্রশান্ত বিশ্বাস, সরকার পাড়ার শাজাহান মিয়ার ছেলে শিথিল, হরিনসিংহা গ্রামের সাজুমিয়ার ছেলে তাওহীদ, জুম্মাপাড়া গ্রামের হাবিল মিয়ার ছেলে ছোটন, ফলিয়া গ্রামের যতিন্দ্রনাথের ছেলে ডলার দাস, কোমনাই গ্রামের শাজাহান মিয়ার ছেলে লায়েস।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১৩।