রিপন ইসলাম,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
জুয়া, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান হিসেবে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম গতকাল ১ নভেম্বর শুক্রবার সাব ইন্সপেক্টর সফিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া গাইবান্ধা থানাধীন ৬ নং রামচন্দ্রপুর ইউপি ৫ নং ওয়ার্ড উত্তর হরিনসিংহা হাওরা দিঘীর মোর হইতে ধৃত আসামি ১। মোঃ আমানুর রাব্বী (৩৫),পিতা- মোঃ মৃত- আব্দুর রসিদ সাং রামচন্দ্রপুর থানা ও জেলা গাইবান্ধা তাহার নিকট হইতে ৫৫ পিচ লালচে বর্নের এ্যামফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।তার বিরুদ্ধে সদর থানার মামলা নং৪ তারিখ ০১/১১/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ রুজু করা হয়। ডিবির অপর একটি টিম অভিযান পরিচালনা ইং ০১/১১/১৯,তারিখ ২৩.৩০ ঘটিকায় সাব ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল করিম স্ংগীয় ফোর্সসহ গোবিনদঞ্জ থানাধীন ৯নং হরিরামপুর ইউপি ১ নং ওয়ার্ডের উত্তর হরিপুর হইতে ধৃত আসামি ১। মোঃশাকিল সরকার (২৬)পিতা- মোঃ সাইদার সরদার সাং রামপুরা ( পশ্চিম পাড়া) থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা এর নিকট হইতে ১৫৫ পিচ লালচে বর্নের এ্যামফিটামিন জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন ।তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং২ তারিখ ০১/১১/১৯, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ দায়ের করা হয়।