গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজারে জমিজমা সংক্রান্ত বিষয়ে দুই গুরুপের সংর্ঘষে এবং বাড়ীতে অগ্নিসংযোগ ঘটে।আজ ১৮ ই সেপ্টেম্বর রোজ বুধবার ঘটনাটি ঘটে সামাদ এবং ইব্রাহিম এর লোকজন এর মাঝে। বিগত কিছু দিন যাবত ইব্রাহিম জমিতে ধান চারা রোপণ করে আর সেই জমিতে আজ সামাদ এর লোকজন হাল চাষ করে দখল করতে গেলে বাধা প্রদান করার চেষ্টা করে ইব্রাহিম এর লোকজন ।এক পর্যায়ে দুই দলের মাঝে সংর্ঘষ তৈরি হয় আর এর ফাঁকে হঠাৎ করে ইব্রাহিম এর বাড়ীতে আগুনের দাউ দাউ শিখা উঠতে থাকে।ঘটনা ক্রমে দমকল কর্মী এসে আগুন নিয়ন্ত্রণ করে এবং পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।আগুন লাগার সুত্র জানতে চাইলে ইব্রাহিম এর লোকজন সামাদ এর লোকজন দের দিকে অভিযোগ চাপিয়ে দেয়। অন্য দিকে সামাদ অভিযোগ করে ইব্রাহিম নিজে তারা বাড়ীতে আগুন লাগায়। আবার ইব্রাহিম বলেন তার দলের দুই মহিলা সদস্য কে আহত করেছেন সামাদ এর লোকজন। আহতরা হলেন তায়েবা বেগম (২০) এবং ময়না বেগম (৩৫)। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।